বুড়ো হয়েছি?
তা বয়েই গেল ভাবতে
বুড়ি আঙ্গুল দেখাবো তোদের আজকে!
হাহাহা হাহাহা হাহা
পায়ে জোর নেই তাই কি হয়েছে?
মনের জোরে পারি দেব আল্প্স আর কেওকারাডাং
হাহাহা হাহাহা হাহা
বুড়ো হয়েছি তাই ফাঁদে পড়েছি?
কই নাতো,আরো জেদ ধরেছি
তোরা যদি স্বার্থপর হলি
কেন বাধা; নিজের পথে চলি
বুড়ো হয়েছি তো কি হয়েছে?
পারি নিজের রান্না, আর ধোয়া-মোছা!
রোজগারও নেই থেমে
তোদের বড় ভয় ছিল
এই বুড়ো টানতেই বুঝি দিন গেল
ভাবলি আবার যায়না কেন এই বুড়ো?
তাতে আমার বয়েই গেল
বুঝবি সেদিন, যেদিন হবি বুড়ো আমার মত
ভাগ্যে যদি কেও না জোটে, থলেতে যদি ফুটো থাকে
হাত-পা যদি অবশ হয়ে
হুইল চেয়ার এ জেঁকে বসে
শিশু সেদিন হবি বটে
হয়তো তখন হবে মনে
দুঃখ করে কাদঁবি সেদিন
আমি তখন অনেক দূরে।
মলি সিদ্দিকা
৩ সেপ্টেম্বর ২০২০