নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর কয়েকজন ছাত্র মিলে সৌরশক্তি চালিত রেসিং গাড়ি Sunswift 7 প্রভিশনাল গিনীচ রেকর্ড করলো দ্রুত গতিতে ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে ১২ ঘন্টার কম সময়ে পূর্ণ চার্জ করা ব্যাটারি থেকে।
নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির প্রফেসর রিচার্ড হপকিনস এর নেতৃত্বে একদল ছাত্র এক কাজটি করে। প্রফেসর হপকিনস, ,যিনি অতীতে রেড বুল রেসিং এর প্রধান থাকা অবস্থায় চারবার রেড বুল রেসিং টিমকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিতে সাহায্য করেন।
তিনি বলেন, ” দুই বছর আগে করোনা পরিস্থিতি, লক ডাউনের মধ্যে আমার কয়েকজন মেধাবী ছাত্র এই প্রজেক্ট হাতে নিয়েছিল কঠিন সময়ে। এরা কেউ মেরসিডিস বেঞ্চের উচ্চ বেতনের ইঞ্জিনিয়ার না,এরা অপেশাদার কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। তারা বিভিন্ন কার্যকরী জিনিস থেকে উপাত্ত নিয়ে এই রেসিং গাড়িটি তৈরী করেছে। “
তিনি আরও বলেন, ” এই গাড়ি যে পৃথিবীর পরবর্তী গাড়ি হিসেবে বাজারে আসবে সেটা হচ্ছে না, কিন্তু এই ধরণের মডেল ডিজাইন হয়তো আসবে। “
Sunswift 7 গাড়িটি সৌর শক্তি নেয়ার জন্য গাড়ির ছাদে ও অন্যান্য অংশে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সৌর শক্তি জমানো জন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
পূর্ণ চার্জ করা গাড়িটি অস্ট্রেলিয়ান অটোমোবাইল রিসার্চ সেন্টারে ২৪০ বার পদক্ষিণ করে মোট ১০০০ কিমি দূরত্ব অতিক্রম করে। যার অর্থ দাঁড়ায় সিডনি থেকে মেলবর্ন পর্যন্ত দূরত্বে একবার চার্জ করা Sunswift 7 গাড়ি যেতে পারবে।
উল্লেখ না করলেই নয়, নিয়ম অনুযায়ী যান্ত্রিক ত্রুটি ১৫ মিনিটের মধ্যে ঠিক করলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এই Sunswift 7 গাড়িতে টায়ার এবং ব্যাটারি নিয়ে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা ঠিক করা হয়েছিল নির্ধারিত সময়ের ৮ সেকেন্ড আগেই। তাই দ্রুত গতির ইলেকট্রিক গাড়ির রেকর্ড ছুঁতে কোন সমস্যা হয়নি।
এছাড়াও এই গাড়ির ওজন, সাধারণ ইলেকট্রিক গাড়ির থেকে তিনভাগের একভাগ। বলতে গেলে মাত্র ৫০০ কিলোগ্রাম।