ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ইফতারির আয়োজন

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ইফতারির আয়োজন

নিজস্ব প্রতিনিধিঃ  গতকাল ২৬ শে  জুন ২০১৬ ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বর্তমান ও অতীতের ছাত্রছাত্রী , শিক্ষক ও অভিবাবকদের নিয়ে , দি গ্র্যাঞ্জ পাবলিক স্কুল, ৮ বেনহাম রোড , মিন্টোতে এক ইফতারের আয়োজন করা হয়। প্রতি বছরের মত এইবারের আয়োজনে স্বত:স্ফুর্ততার কোনো কমতি ছিল না।

ইফতারে কোনো বিশেষ অতিথি ছিল না , ছিল না কোনো প্রধান অতিথি , এই যেন একটি পারিবারিক ইফতার। সবাই মিলে যে যার মত করে নানা ধরণের ইফতারির বাহার নিয়ে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে সবাই হাজির ।

বাঙালীদের  ঐতিহ্যগত ইফতারির সবকয়টি আইটেম ছাড়াও ছিল বাহারি রকমের মিষ্টি, জিলাপি এবং রাতের খাবারের ব্যবস্থা। ইফতারের পরপরই সবাই সারি ধরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলো। এর পরই হালিম ও বিরিয়ানির পরিবেশনা ছিল ।সবমিলে পরিবেশটি ছিল খুবই আন্তরিক।

এই ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে শেখানোর পাশাপাশি আবৃত্তি, ও গান সহ নানারকম সাংস্কৃতিক শিক্ষা দেয়া হয়। পড়াশুনার পাশাপাশি , সিডনির মাটিতে আরো অনেক সামাজিক কমর্কান্ডে নিজেদেরকে তুলে ধরতে  বাংলা স্কুল একটি বিরল উদাহরণ।