খেয়ালে এক কালো দেয়াল আটকে ধরে, সামনে থেকে তাড়া করে,
শাঁসটা রাখো একটু ধোরে, আসবো আমি, ধরবো হাতটা শক্ত করে ।
এত কথা এত ব্যথা, দেয়াল গাঁথা ! দেয়াল গাঁথা !
রঙমহলের রঙের ছিটা, দেয়াল ফুড়ে… যায়না সেথা ।
যখন আমায় ডাকবে তুমি, সে ডাক কি আর শুনবো আমি?
যদিও শুনি, রাস্তা টা যে শেষ হয়ে যায় দেয়ালেরই প্রান্তে,
কেমন করে টানবো বুকে, যখন তুমি কানবে?
বিদায় কি আর প্রান ভরে হয়, হঠাৎ করেই দেয়াল দাড়ায়,
তবু হৃদয় খুঁজে বেড়ায়, আর একটা বার বললে না হয়,
একটু সুখের একটা কথা,
বলো নি তো কেমন করে শইলে… দেয়াল… গাঁথার ব্যথা ।
খেয়ালে এক কালো দেয়াল খেলা করে,
আসবো আমি, আগের মতো – ধরো হাতটা শক্ত করে ।
– ইভানা