স্মার্টফোনের কল্যাণে আজকাল এমন সব দৃশ্য দেখা যায় যা আসলে মুখে বললে অনেকেই অবিশ্বাস করতো ৷ এখন আর অবিশ্বাসের উপায় নেই ৷ কেননা, অবিশ্বাসীদের সামনে প্রমাণ হিসেবে হাজির করা হয় ভিডিও ক্লিপ ৷
সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে জার্মানিতে ৷ ডর্টমুন্ডের কাইজারভিয়ারটেলে হঠাৎ দেখা গেলে একটি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে একদল হাঁস ৷ এমন না যে, সেগুলো এমনিতেই দাঁড়িয়ে ছিল৷ যতক্ষণ ট্রাফিক সংকেত লাল ছিল ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে মানুষের মতো তারাও নির্দিষ্ট স্থান থেকে হেঁটে রাস্তা পার হয়েছে ৷
হাঁসগুলোর এমন নিয়ম-কানুন মেনে রাস্তা পার হওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে৷ ইতোমধ্যে একটি ফেসবুক পাতাতেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় দশ লাখ বার৷ আর শেয়ার হয়েছে আঠারো হাজার বারের বেশি৷ (সূত্রঃ ডয়চে বেলে )