অ্যাডিলেডের সাগরে ১০০০ যাত্রী সহ বিদ্যুৎবিহীন একটি প্রমোদ তরী !

অ্যাডিলেডের সাগরে ১০০০ যাত্রী সহ বিদ্যুৎবিহীন একটি প্রমোদ তরী !

আজ সকালে বিদ্যুৎহারিয়ে সাউথ অস্ট্রেলিয়া উপকূলে প্রায় এক হাজার লোককে বহনকারী একটি প্রমোদ তরী থেমে আছে। ক্রুজ ও মেরিটাইম ভয়েজেস দ্বারা পরিচালিত “ভাস্কো ডি গামা” জাহাজটি সেন্ট ভিনসেন্টের উপসাগরে প্রবাহিত হচ্ছিল। উল্লেখ্য এই জাহাজটি দীর্ঘ ভ্রমণ শেষে অ্যাডিলেডে প্রবেশ করছিল । ২GB রেডিওকে সাক্ষাৎকারে একজন যাত্রী জানিয়েছেন ,” আমি বিশ্বাসী করতে পারছিনা এই জাহাজে ৯০০ যাত্রী ও বাকি সব ক্রু আছে কিন্তু আমাদের কাছে বিদ্যুৎ, জল, শৌচাগার, রান্না, কিছুই নেই। মনে হচ্ছে এটি একটি ভুতুড়ে জাহাজ। ”

তিনি আরোও জানান “লন্ডন ছেড়ে যাওয়ার সময় থেকে তিনি এবং তাঁর স্ত্রী জাহাজে চড়ে ছিলেন এবং তাদের আজীবন ক্রুজে যাওয়ার কথা ছিল।আর এই ক্রুজেই এখন আমরা টয়লেট ব্যবহার করতে পারি না, রান্না করতে পারি না, আমরা গিয়ে কিছু খেতে পারি না, রান্নাঘরের কাজ হবে না কারণ সবকিছু চলতে বিদ্যুৎ লাগে। ”
সূত্রঃ নাইন নিউজ