তোমার নিঃশব্দ চলাচল
আমার খানিক নিমগ্নতা
ছুঁয়ে থাক এই বিকেল
আটপৌরে সজ্জা আর ওই সুগন্ধি মোমবাতি
দরজার ওপারে দোল খাওয়া শিফনের পর্দায়
ড্রেসিং টেবিল এর এককোনে পরে থাকা এক পাতা লাল টিপ্
লাগাবো কি সেই টিপ্ এই ধূসর কপালে?
ভাবছি, টেনে দেব কি সোনালী আঁচল?
হাই হীল নাকি চপ্পল?
বাদামি রঙের এক গাছা কাঁচের চুড়ি
হারিয়ে যাবো এক পা দু পা করে অরণ্যে
বহুদিন আগে পেয়েছিলাম
একটা ঝিনুকের মালা
এক কোনায় ঠাই পেয়েছে
ঝলমলে অলংকার গুলোর পাশে কি বেমানান?
ধুত্তরি ছাই ভালোই লাগছে না আর এই ঘরটা
যাই একটু বেরিয়ে আসি জোছনায়।
