ধরা পড়লো ক্যামেরায় এক বিচিত্র চিত্র

ধরা পড়লো ক্যামেরায় এক বিচিত্র চিত্র

কথায় আছে ,বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ অঞ্চলে ,অনেকদিন টানা বৃষ্টি না হওয়ায় এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় গ্রামাঞ্চলের পানির খাল অথবা পুকুরগুলো দিনে দিনে শুকিয়ে যাওয়াতে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণিকুল এসে কৃষকের ফার্মে গবাদি পশুর জন্য সংরক্ষিত পানির উৎস থেকে পানি পান করছে । নিউ সাউথ ওয়েলসের ওয়ারম্বম্বঙ্গল পর্বতমালার গোড়ায় ইমু ফার্মের ইমু লজিকের একজন কৃষক যার নাম ফিল ,উৎসাহ নিয়ে একটি ক্যামেরা তার ফার্মে বসান এবং পরে তিনি ছবিগুলোতে দেখতে পান পানির সন্ধানে তৃষ্ণার্ত তোতা এবং লরিকেট থেকে শুরু করে গোয়ানা এমনকি একিডনাস পর্যন্ত এসে পানি পান করছে।
কৃষক ফিল জানান “প্রাথমিকভাবে আমরা কিছু ক্ষতিকর বন্য প্রাণী ধরার জন্য ক্যামেরাটি বসিয়েছিলাম। কিন্তু আমি ছবিতে দেখতে পাই সকালে অনেক ধরণের তোতা পাখি , লোরেকিট , হানি ইটার , রিং নেক , বুচার ইত্যাদি এসেছে। প্রায়ই ক্যাঙ্গারু, গোয়ানা এসেছে পানি পান করতে কিন্তু আমি অবাক হয়নি একটুও কিন্তু অবাক হয়েছি, যখন দেখেছি রাতে বেলা একিডনা এসেছে ছোট দেয়াল টপকে পানি পান করতে । আমি জানতাম একিডনা পানি পান করে না শুধু পিঁপড়া খেয়ে জীবন ধারণ করে। আমার ধারণা ভুল প্রমাণিত হলো এই ছবি ও ভিডিও দেখে। ”
উল্লেখ্য যে ইমু ফার্মের প্রায় ৫০০ হেক্টর এলাকাজুড়ে একটা খাল ছিল কিন্তু তা শুকিয়ে গেছে গত বছর। (সূত্রঃ নাইন নিউজ)