নর্থ কুইন্সল্যান্ডের টাউন্সভিলে একটি বিরল দৃশ্য ক্যামেরায় তুলে ধরেছেন এক স্নেক কেচার

নর্থ কুইন্সল্যান্ডের টাউন্সভিলে একটি বিরল দৃশ্য ক্যামেরায় তুলে ধরেছেন এক স্নেক কেচার

নর্থ কুইন্সল্যান্ডের টাউন্সভিলে একটি বিরল দৃশ্য ক্যামেরায় তুলে ধরেছেন এক স্নেক কেচার জেমি চ্যাপেল। একটি ব্যাঙ (গ্রীন ট্রি ফ্রগ) অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপকে ( কোস্টাল টাইপে) একেবারেই খেয়ে ফেলছে। তিনি প্রথম চেষ্টা করছিলেন যা সাপটিকে বাঁচানো যায় কি না। এদিকে সাপটি কয়েকবারই ব্যাঙটিকে কামড় দেয়। চ্যাপেল ধরেই নিয়েছিলেন সাপটি মারা যাবে কয়েক মিনিটের মধ্যে। না , তা হয়নি। ব্যাঙটি আকারে বড় এবং সাপটি যথারীতি খেয়ে ফেললো। ব্যাঙটির কিছুই হয়নি। এই ধরণের ঘটনা চ্যাপেলের জীবনে প্রথম বলে তিনি জানান।

You may also like

বাংলাদেশী বংশোদ্ভুত ডক্টর গাউছ আজম অস্ট্রেলিয়াতে একজন সম্মানিত মৃত্তিকা বিজ্ঞানী !

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গ্রেইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (GRDC)