সাউথ ইস্ট কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপের সাগর থেকে অনেক্ষন ধরে সাতরানোর পর কুল কিনারা পাচ্ছিলোনা ছোট্র একটি ওয়ালাবী। তাকে দুই ঘন্টা ধরে এই অবস্থায় দেখেন এক নৌঅরোহী এবং তিনি পুলিশকে ফোন দেন সাহায্যের জন্য । খবর পেয়ে পুলিশের একটি টিম বোট নিয়ে হাজির হলো। বিনা বাধায় ওয়ালাবীটি পুলিশের হাতে উঠে গেলো। পুলিশের সার্জেন্ট মিঃ হিল পরে তাদের ওয়েবসাইটে ছবিসহ একটি পোস্ট দেন এবং তাতে তিনি লিখেন,”আমার মনে হয়েছে ওয়ালাবীটি এতই প্রশান্তি পেয়েছিলো তাকে পানির থেকে তোলার পর , শান্তিতে চুপ করে বোটের মধ্যে বসেছিলো গরম টাওয়েলের মধ্যে। শুধু তাইনা তাকে যখন স্থলে এনে ছেড়ে দেয়া হলো,প্ৰথম কয়েক মিনিট দাঁড়িয়ে ধন্যবাদ দিচ্ছিলো মনে হয়েছে। কিন্তু প্রথম প্রথম হাঁটার শক্তি পাচ্ছিলো না। কিছুক্ষন পরে সে এক পা দুই পা করে লাফ দিয়ে বনের ভিতরে চলে গেলো। ওয়ালাবীটি সম্পূর্ণ সুস্থ্য আছে এইটা নিশ্চিত আমি।
মজার ব্যাপার হলো এই ওয়ালাবীটি সাগরের পার থেকে ৬.২ কিমি সাগরের গভীরে চলে গিয়েছিলো।
এই দেশে একটি জিনিস বার বার শিখছি , মানবতার পাশাপাশি জীবজন্তুর প্রতিও মানুষ কতটা মানবিকতা প্রদর্শন করেন। স্যালুট পুলিশকে এবং সাথে যিনি পুলিশকে খবর দিয়েছেন।
এই খবরটি জাতীয় মাধ্যমে চলে এসেছে।
সূত্র এবং ছবিঃ এবিসি নিউজ
মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি মানে কোরান বা বাইবেল নয় !
ফজলুল বারী:একটি চিঠি নিয়ে অনলাইন এখন গরম! অনেক