চিকন পাতা, কঠিন লতার মতো গাছটি অন্য গাছের উপরে বেয়ে উঠে। সবুজ রঙের ফল সুমিষ্ট হয় এবং পেকে যাবার আগেই খেলে ভালো লাগে। বেশি পেকে গেলে ফলটি ফেটে যায় এবং ভিতরের তুলার আঁশের মত বিচি বাতাসে উড়ে চলে যায়। পাকা ফলের অংশ রান্না করে খেতে হয়।
মজার ব্যাপার হলো এই বুশ বানানা ফল গাছের মূল, লতা, পাতা এবং ফুল সবই খাওয়া যায়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নর্থর্ন টেরিটরির কিছু অঞ্চলে জন্মায়।