জীবনটা হাতে নিয়া বারামুন্ডি মাছ ধরা!

জীবনটা হাতে নিয়া বারামুন্ডি মাছ ধরা!

অস্ট্রেলিয়ার নর্থর্ন টেরিটরির কাহিল ক্রসিং এ বাবা ও ছেলে মাছ ধরতে গিয়েছিল। ছেলে তার বড়শীতে টান দেখে, দেখলো বারামুন্ডি মাছ। টানা শুরু করতেই দেখে তেড়ে আসছে বিশাল এক ক্ষুধার্ত কুমির। ঠিক পাশ থেকেই আসছে দেখেও
বাবা রোস্করেলের ছিপে মাছ আর ছেলে স্কট, নদীর পাশে গাছের ছায়ায় আরাম করছিলো। বাবার মন শুধু মাছের দিকেই ছিল। ছেলেকে ছিপ ধরিয়ে মাছটি নিশ্চিত করেছিলেন বাবা। শুধু তাই না, তড়িঘড়ি করতে গিয়ে মাথার টুপিটি পানি কাছে পরে গিয়েছিল। সেটাও আনতে যান জীবন বাজী রেখে বাবা, যদিও ছেলে বারবার বলেছিলো, আমার বাসায় বাসায় আরও ১৫ টা টুপি আছে বাবা তুমি যেওনা। বাবা যেনো তরুণ এক বন্ধু আমার, ছেলে স্কট পরে মিডিয়াকে বলেছে।।
বাবা ও ছেলে দুইজনই নিরাপদে মাছ সহ বাসায় ফিরেছে।
ছবিগুলো দেখেই আন্দাজ করা যায়, মৃত্যু তাঁদের কতোটা কাছে ছিল।
সূত্র : নাইন নিউজ