কৃষকরা শত শত টন এভোকাডো ফেলে রাখছে

কৃষকরা শত শত টন এভোকাডো ফেলে রাখছে

দক্ষিণ কুইনল্যান্ডের কৃষকরা তাঁদের উৎপাদিত এভোকাডো বাজারজাত করতে যে খরচ হয় তার থেকে লাভ না হয়ে লোকসান হচ্ছে । তাই কম খরচে স্তুপ আকারে আবর্জনা করে ফেলে রাখছে শত শত টন এভোকাডো। প্রচুর পরিমানে উৎপাদন হয়েছে বটেই, কারণ বাজারে উন্নত জাতের এভোকাডো এখন ১.৬০ ডলার থেকে ১.৮০ ডলারে পাওয়া যায়।
তাছাড়া, বিগত বছর প্রচুর বৃষ্টি যথেষ্ট ফসল উৎপাদনে সাহায্য করেছে। অথচ, আমার মনে আছে এইতো সেদিন একটি এভোকাডো কিনতে ৩/৪ ডলার দিতে হত।

You may also like

বাংলাদেশী বংশোদ্ভুত ডক্টর গাউছ আজম অস্ট্রেলিয়াতে একজন সম্মানিত মৃত্তিকা বিজ্ঞানী !

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গ্রেইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (GRDC)