নীল সাদা সব পংখীরা আজ, গাছের ডালে বসে না!
হলুদ পাখির দাপট দেখে, ঠোঁটে কথা ভাসে না?
তাই বুঝি সব ভুলেই গেছে, একটুও তো হাসে না?
হলুদ পাখির সাম্বা নাচের, তালে তালে গাইছিলো
ওদের সাথে নেচে নেচে, আনন্দেতে ভাসছিলো |
নীল সাদা সব পংখীরা তাই, আজকে কথা ভুলছিলো |
হটাৎ করে ঘুম ভেঙে যেই, ওদের পরে মনে,
আরে আমরা “আর জিতি না”, সখ্য ওদের সনে?
কক্ষনো নয়!!! বলতে হবে – এ কিরে আর খেলা?
সৌদি আরব স্ট্রঙ্গেস্ট টীম, ওদের সাথে মেলা?
একমাত্র মেসিই পারে, আর সব হেলাফেলা |
জালে যখন চকচকে বল, দুইটা যেয়ে ঢোকে,
নীল সাদা সব পংখীরা ভাই, চোখে আঁধার দেখে |
আজ সকালেও বহুত আশায়, ঘুম ঘুম ঘুম চোখে,
ধোয়া ধরে, কোরিয়াকে, কে আছে যে রোখে?
নেইমার কি মেসির মতো? বল নেই তার বশে
গোল চাইলেই, তারার মতো আকাশ থেকে খসে?
কিন্তু, সাম্বা নাচের ছন্দে কখন যে মুখ থেকে –
“বাহ্” বেরিয়ে পড়তে সবাই কম্বলে মুখ ঢাকে |
আরিফ, রুবেল, আবু তারিক বলে ওগো দাদা,
সারা মাঠে হলুদ পাখি! লাগছে চোখে ধাঁদা |
দল বদলের ফর্মটা কোথায়? বদলে ফেলি পালক,
নীল সাদাটা কেমন মেকি, দিচ্ছেনা তো ঝলক |
তারচে বরং হলুদ পালক জড়িয়ে নিয়ে গায়ে,
বেঁচে যাবো, কেউ দেবেনা নুনের ছিটা ঘায়ে |