নীল সাদা পঙ্খীর হার্টের বারোটা,
কাল সকালেই ভুলে যাবে খাওয়া পরোটা |
নীল সাদা পঙ্খীর হার্ট বড় দুব্বল,
সিডনি নীরব তাই, নেই কোনো খলবল |
কমলারা দিয়ে গেছে, হৃদয়েতে ঝাঁকি,
তিন রাত ঘুম নাই, প্রেসার ওঠে না কি!!!
আরিফ, রুবেল বলে, ভুতে যে কিলায় ভাই
ফেসবুকে পোস্ট দেই, নীল সাদা দলে চাই |
তার চেয়ে ফ্রান্স ভালো, কুল এন্ড কাম
এমবাপে কি যে খেলে, তাই এতো নাম |
ফ্রান্সের দলে যেয়ে, নাম দিয়ে দেবো
কেন অযথাই ভাই, টেনশন নেবো?
শামীম, ফাহাদ ছেড়ে, সিডনির বাড়ি
কোথায় পালিয়ে গেলো, খবর নাই তারই |
আবু তারিক শুয়ে, বিছানার নিচে
সবাইকে ডেকে বলে ভাই আসো কাছে |
আমরা হলুদ রাঙা পংখীরা সব
সী-বিচে বসে বসে করি কলরব |
কালকে সকাল বেলা, হাতে নিয়ে কফি,
শুনবো গজল আর, মোহাম্মদ রফি |
জানি কাপ যাবে, প্রিয় ফ্রান্সের হাতে
আরাম করে তাই, ঘুমাবো আজ রাতে |
নীল-সাদা পংখীরা মন ভেঙে গেলে
ডাক দিও, মেখে দেবো মুড়ি আর ছোলে |
সিডনি ১৩ ডিসেম্বর ২০২২