বিগত বছরে অস্ট্রেলিয়াতে যথেষ্ট বৃষ্টিপাতের কারণে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষিপণ্যের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স (ABARES)অনুসারে, কৃষিপণ্য উৎপাদনের বাজার মূল্য ৯০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে (US$৬০.৯ বিলিয়ন) পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
২০২২-২০২৩ অর্থ বছরে কৃষিপণ্য রপ্তানী থেকে ৭৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আসবে বলে তথ্য দিয়েছে। ABARES-এর নির্বাহী পরিচালক জ্যারেড গ্রিনভিল বলেন, “উচ্চ বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়া টানা তৃতীয় বছরে শস্য উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক উপকার পেয়েছে। “
২০২২-২০২৩ অর্থ বছরে শীতকালীন ফসলের উৎপাদিত হয়েছে ৬৭.৩ মিলিয়ন টন একটি নতুন রেকর্ড, যা গত বছরের রেকর্ড থেকে ৪ মিলিয়ন টন বেশী। আর এই ব্যাপক উৎপাদনে সাহায্য করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বাম্পার কৃষি ফলন।
গম , ক্যানোলা , বার্লি উৎপাদন অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই বছর।