সাউথ অস্ট্রেলিয়ার পেটার্বোরও শহরে গত দশদিন ধরে দলে দলে ইমু পাঁখি তাদের চারণভূমি ছেড়ে শহরে চলে আসছে। ক্ষিদে নিবারণের জন্য তারা প্রথমে কৃষকদের খেত খামারে চলে আসতে শুরু করে , যা কিনা এখন শেষ হচ্ছে শহরের অলি গলিতে এসে। বিশেষজ্ঞরা মনে করছে অনেকদিনের অনাবৃষ্টিই এর মূল কারণ।
খাবার সমস্যা না হয় শহরে এসে সমাধান হচ্ছে, কিন্তু বিপদ বেড়ে চলছে জনজীবনের পাশাপাশি উট পাখিরও। মানুষ হাইওয়েতে গাড়ী চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়ছে এবং প্রাণ যাচ্ছে ইমু পাঁখিরা।
কিছুদিন ধরে তাদের চলাফেরা এতই বেপরোয়া হয়ে উঠেছে যে, মানুষের বাড়ির আসে পাশে খাবারের খুঁজে বেড়ানোর পাশাপাশি শহরের হোটেলগুলোর চারদিকে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে।
বিপদ যাই হউক না কেন শহরের লোকজন কেউ কেউ অনেক খুশি। কেননা গত কিছুদিন ধরে পেটার্বোরও শহরে টুরিস্ট সংখ্যায় অনেক বেড়েছে সাথে বেড়েছে তাদের ব্যবসা। ( সূত্রঃ সেভেন নিউজ )