অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিলের শোক ও স্মরণ সভা

অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিলের শোক ও স্মরণ সভা

অতি সম্প্রতি চিহ্নিত মৌলবাদী চক্র কর্তৃক ময়মনসিংহের দীপু দাস সহ বাংলাদেশে নির্বিচারে সংখ্যালঘু হত্যা ও বন্ডাই বিচে ইহুদি হত্যার নিহতদের স্মরণে গত ১লা জানুয়ারি ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ১০৮ ল‍্যাকেম্বা স্ট্রিট সিডনিতে এক শোক ও স্মরণসভার আয়োজন করে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডুর সঞ্চালনায় এই শোকসভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপারসন মৌসুমী সাহা ও চিফ এক্সিকিউটিভ অফিসার মিতা দে। পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুচিত্রা কুন্ডু, অন্তরা বিশ্বাস, কনা সাহা ও অদিতি দাস। তারা এই বর্বরোচিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও নিহতদের আত্মার ও তাঁদের পরিবারবর্গের শান্তি কামনা করেন।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২০২৫ সালের ১৮ই ডিসেম্বর, বাংলাদেশের ভালুকায় একটি কারখানার অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাস নামক এক সনাতন ধর্মাবলম্বী যুবককে প্রহার ও নির্যাতন করে গাছে ঝুলিয়ে এবং আগুনে দগ্ধ করে হত্যা করা হয়।

এদিকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বন্ডি বিচে দুইজন ইসলামী জঙ্গী কর্তৃক নির্বিচার গুলিবর্ষণ করে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের নারী শিশু সহ ১০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনাটি শান্তি ও আনন্দের রাত হনুক্কার প্রথম দিনে সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল।

অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিল এ জাতীয় বর্বর, বর্ণবাদী ও পৈশাচিক নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানায়।