বই পড়ে পুরস্কার জিতা যায় এই ধারণাটি অনেকেরই অজানা থাকতে পারে কিন্তু বাংলাদেশী অস্ট্রেলিয়ান স্কুল বালক আদিব রহমানের সেটা অজানা নয়। বই পড়ে পরপর চারবার নিউ সাউথ ওয়েল্স প্রিমিয়ার্স রিডিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় আল নুরী মুসলিম স্কুল,গ্রীনএকর থেকে সে গোল্ড জিতে এনেছে। খুশিতে তার বাবা মোসলেউর রহমান খুসবু,ফেইসবুকে সকলের কাছে তার ছেলের জন্য দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ,সাথে দিয়েছেন আদিবের একটি ছবি এবং গোল্ড পাওয়া সার্টিফিকেটের একটি ছবি।
স্কুলের ছাত্র ছাত্রীদের বই পড়াকে উৎসাহিত করতে নিউ সাউথ ওয়েল্স রাজ্য সরকার প্রতি বছর বই পড়ার জন্য একটা সময় বেঁধে দেয়। সেই সময়ের মধ্যে বই পড়ে তার একটি তালিকা লিপিবদ্ধ করে রাখতে হয়,এমনকি অনলাইনের বই পড়াও ঐ তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
বিচারকরা পঠিত বই গুলোর মান এবং অন্যান্য কিছু সূচক বিবেচনা করে, স্কুলের ক্লাস অনুযায়ী পুরস্কার নির্ধারণ করে থাকেন। কিন্ডারগার্ডেন থেকে নবম শ্রেণী পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সব স্কুলের ছেলে মেয়েদের জন্য এই প্রতিযোগিতাটি উম্মুক্ত থাকে।
বিস্তারিত জানতে নীচের ওয়েবসাইটে দেখে নিন :
https://online.det.nsw.edu.au/prc/home.html