অস্ট্রেলিয়ার সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

গত রবিবার ১৫ই ডিসেম্বর সিডনির রেড রোজ ফাংশন সেন্টার রকডেলে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন বনিকের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় বিজয় দিবস ২০২৪ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা শুরুতেই অস্ট্রেলিয়া আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃব্দের সাথে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ৩১ মিনিট ল লম্বা বক্তব্য প্রধান করেন।
তিনি বলেন, ” হাইকোর্টের বিচারাধীন কোটা সংস্কার নিয়ে বিচারাধীন একটি প্রক্রিয়াকে ভিন্ন খাতে সাজিয়ে বর্তমান ইউনুস সরকার জুলাই মাস থেকে মেট্রিকুলাসলি ডিজাইন করে, এমবুশ করে ছাত্র হত্যার মাধ্যমে মাস্টারপ্ল্যান করে একটি উন্নয়নশীল অর্থনীতির দেশকে ধ্বংস করা শুরু করে।”
“ইউনুস বিদেশীদের মাধ্যমে চক্রান্ত করে ৫ ই অগাস্ট দেশে নির্বাচিত সরকারকে সরিয়ে নিজে ক্ষমতায় বসেন। এর পর থেকে শুরু হয় আওয়ামীলীগের হাজার হাজার কর্মী হত্যা, পুলিশ হত্যা, সাংবাদিক এবং লুটতরাজ , রাহাজানির এক নতুন বাংলাদেশের যাত্রা। ”
“প্রধান বিচারপতি , বিচারপতি , স্কুলের প্রধান শিক্ষক , কলেজের প্রিন্সিপাল সবাইকে একের পর এক জোরপূর্বক অপমান করে , কখনো মারধর করে পদত্যাগে বাধ্য করা হয়। ”
“হিন্দুদের উপর চালায় অকথ্য নির্যাতন ও ঘরবাড়ি লুটপাট চালানো হয় !। ”
“স্বাধীনতার ইতিহাস মুছে দেয়ার জন্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দেয়া হয়। টিভি ভবন জ্বালিয়ে দেয়া ও মেট্রো রেইল জ্বালিয়ে দেয়া হয়। ”
“সংবাদ পত্রের অফিস দখল , বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ,ব্যাবসায়ীক সেন্টার , গার্মেন্টস শিল্প দখল ও অগ্নিসংযোগ করা হয়। ”
“ঢালাওভাবে খুনের মামলা দেয়া হয় যার থেকে রক্ষা পায়নি খেলোয়াড় , সাংবাদিক , আইনজীবী , ব্যবসায়ী এমনকি শিক্ষকরাও। ”
” দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। নির্বিচারে মানুষ হত্যা বাংলার প্রতিটি জেলায় চলছে। চলছে গণহারে গ্রেফতার। ”
তিনি তুলে ধরেন এই রকম অগণিত সমস্যার কথা।
তিনি বিদেশে অবস্থানরত সকলকে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান এবং দ্রুত নির্বাচন ব্যবস্থার জন্য পশ্চিমা দেশগুলোর সরকারকে অবহিত করে দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করার জন্য কাজ করে যেতে বলেছেন দলীয় প্রবাসীদের।

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও লেখক শ্রদ্বেয় কাইউম পারভেজ, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা।আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি.পি, ও জি এস ইফতিখার উদ্দীন ইফতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সেলিমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তারিক, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মঈদুজ্জামান সুজন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ সভাপতি লাভলী রহমান, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আল নোমান শামীম, অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উপদেষ্টা মূনির হোসাইন, আইভি রহমান, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা সাজ্জাত সিদ্দিকী, পল মধু, জিয়ন, এনামুল হক, মাইনুল ইসলাম জনি, অস্ট্রেলিয়া ছাত্রলীগ নেতা তাছনিম উদ্দীন ফাহিম সভ্য সাচী, মাহিদা সুলতানা খাঁন প্রমুখ।

জাতীয় সংগীত ও বিজয়ের গান পরিবেশন করেন বিশিষ্ট কলামিষ্ট গবেষক, কলামিষ্ট, ও লেখক কাইউম পারভেজ ও তামান্না আজিম নিশো।

অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন বনিকরে সমাপনী বক্তব্য শেষে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।