অনলাইন ডেস্কঃ ০৬ ডিসেম্বর ২০১৫
আইএস দমনে ইতিমধ্যে সিরিয়ায় অত্যাধুনিক বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। পুতিনের এই সিদ্ধান্তকে এবার সমর্থন জানাল চিন। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং অন্য দেশের সার্বভৌমত্ব মেনে আইএস দমনে সবাইকে একজোট হওয়ারও ডাক দিয়েছে চিন।
চিনের বিদেশ দফতরের মুখপাত্র হুয়া চুনিং এই প্রসঙ্গে জানিয়েছেন, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ যে তৎপরতা চালাচ্ছে চিন সবসময়ই তা সমর্থন করে। তিনি আরও বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করছে তার প্রতি আগেও সমর্থন জানিয়েছে চিন। নতুন করে আবারও সমর্থন জানাল তারা। তবে, আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেভাবে চিন রাশিয়াকে সমর্থন জানিয়েছে বা সব রাষ্ট্রকে একজোট হওয়ার বার্তা দিয়েছে তাতে আগামিদিনে আইএসের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে পারে চিন।