অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৫ পালিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৫ পালিত

সুমন চৌধুরী, সিডনিঃ ২৩শে আগস্ট ২০২৫ সিডনির লাকেম্বার গ্রামীন রেস্তোরার হলরুমে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও কলামিষ্ট শ্রদ্ধেয় কাইউম পারভেজের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরনে ৫০তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভার শুরুতেই ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের বুলেটের আঘাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাবিব হাসান টুলু হুজুর।

দোয়া ও মোমাজাত শেষে সভাস্থলের মঞ্চের পাশে রাখা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিশাল আকৃতির ছবিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সাড়িবদ্ধ হয়ে পুস্পস্তবক অর্পন করেন।

সভাপতির বক্তব্যে ড. কাইউম পারভেজ বঙ্গবন্ধু ও

তার পরিবারের সদস্যদের স্মৃতিচারন করতে গিয়ে উল্লেখ করেন বঙ্গবন্ধুর কারনে বাংলাদেশ বিশ্বের বুকে একটি সন্মানজনক অবস্থায় এসেছিলেন এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরনের জন্য দোয়া করলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি পি ও জি এস ইফতেখার উদ্দীন ইফতু।

আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. নিজাম আহমেদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল জলিল, সহ সভাপতি ড. লাভলী রহমান, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. নুর রহমান খোকন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরম পত্রের লেখক মরহুম এম আর আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম, সাংবাদিক আবু তারিক, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আল নোমান শামীম, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল ও হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সহ সভাপতি নির্মাল্য তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার শিক্ষা ও গবেষনা সম্পাদক ব্যরিস্টার আমজাদ খাঁন, মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সৈয়দা তাজমিরা বেগম

অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মঈদুজ্জামান সুজন, অস্ট্রেলিয়া কৃষক লীগের সভাপতি শাহ আলম, আওয়ামীলীগ নেতা পল সি মধু, পল গমেজ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সহ আপ্যায়ন সম্পাদক মাইনুল হাসান জনি, সেচ্ছাসেবক লীগ নেতা রনি প্রমুখ।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেকই উপস্থিত ছিলেন যাদের নাম লিখতে না পাড়ার জন্য দুঃখ প্রকাশ করছি।

দোয়া আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করেন ড. কাইউম পারভেজ, কবিতা পারভেজ, আনিসুর রহমান রিতু, কবি আরিফুর রহমান আরিফ। বঙ্গবন্ধুর স্মরনে গান পরিবেশন করেন ড. কাইউম পারভেজ।

সকলকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ড. কাইউম পারভেজ।