অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে ৩১শে মার্চ শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় অন্য কোন গাড়ির সাথে ধাক্কা লাগেনি। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার বাংলাদেশি।আহতদের উদ্ধার করে কেয়ার এর বিমানে করে রয়্যাল ডারউইন হসপিটালে নিয়ে আশা হয় বিকাল ৫টায়। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,নিহত ও আহত সকলেই বাংলাদেশ থেকে আগত চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সকলেরই বয়স ত্রিশের নিচে। ইস্টার হলিডের ছুটিতে ৬ জন মেয়ে এবং ৬ জন ছেলে মিলে ২টি ভাড়া করে গাড়িতে করে ভ্রমণের জন্য কাকাডু ন্যাশনাল পার্কে যাচ্ছিলেন। টয়োটা প্রাডোতে ছিলেন ৭ জন যার চালক ছিলেন সাইফুল ইসলাম দিনার। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, দুর্ঘটনাকবলিত টয়োটা প্রাডো গাড়িটির চালকসহ আসনে থাকা সহযাত্রী সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন।
গতি কিংবা এলকোহল কোনটাই দায়ী নয় বলে প্রাথমিক তদন্তে বলা হয়। যদিও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।