৪ই জুন সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিডনির রকডেলস্থ পালকি রেস্টুরেন্টে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পি এস চুন্নু উপস্থিত সবাইকে স্বাগত জানান।
উক্ত ইফতার মাহফিলে মোনাজাত করেন মাওলানা মোঃ হাবিব হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি, সার্বিক উন্নয়ন, বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মার সার্বিক শান্তি কামনা করা হয়। এছাড়াও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মাগরিব নামাজের শেষে সংগঠনের সভাপতি আইনজীবী সিরাজুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অস্ট্রেলিয়া আওয়ামীলীগ ও অংগ সংগঠন গুলো আজ এক হয়ে মুক্তিযোদ্ধের বিরোধীদের ঠেকাতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ব।সবশেষে তিনি সবাইকে নৈশভোজে আমন্ত্রণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
ইফতার পর্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।