নিউ সাউথ ওয়েলসে নতুন আইন ভঙ্গে গুনতে হবে $৪৪৮ এবং ৩ পয়েন্ট

নিউ সাউথ ওয়েলসে নতুন আইন ভঙ্গে গুনতে হবে $৪৪৮ এবং ৩ পয়েন্ট

যদি নীল অথবা লাল বাতি জ্বালানো অবস্থায় থেমে থাকে তবে অবশ্যই দুইপাশের চলমান গাড়ির গতি কমিয়ে ঘন্টায় ৪০কিঃমিঃ আনতে (সূত্রঃ সেভেন নিউজ ও ট্রান্সপোর্ট নিউ সাউথ ওয়েলস)

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসে নতুন একটি আইন সংযোজন করা হবে। এই আইনের আওতায় রাস্তায় যদি কোন ইমার্জেন্সি গাড়ি (পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ) নীল অথবা লাল বাতি জ্বালানো অবস্থায় থেমে থাকে, তবে অবশ্যই দুইপাশের চলমান গাড়ির গতি কমিয়ে ঘন্টায় ৪০কিঃমিঃ আনতে হবে নতুবা পুলিশ আইন ভঙ্গের কারণে ফাইন করতে ৪৪৮ ডলার এবং ৩ ডিমেরিট পয়েন্ট। রাস্তায় যদি ডিভাইডার থাকে সেই ক্ষেত্রে বিপরীত দিক থেকে চলমান রাস্তার গাড়ির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

সবার কর্ম ক্ষেত্র নিরাপদ হউক এই হচ্ছে নিউ সাউথ ওয়েলসে রাজ্যের উদ্দেশ্য।
যদিও এই আইনটি ভিক্টোরিয়া , ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং সাউথ অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে একই ধরণের একটি আইন প্রচলিত আছে, যেখানে  উপরোক্ত অবস্থায় গাড়ি চালকদের কে গতি কমিয়ে ঘন্টায় ২৫কিঃমিঃ করতে হয়। একমাত্র ব্যাতিক্রম কুন্সল্যান্ডে , যেখানে এই আইনটি এখনো তৈরী হয় না।

রাস্তায় যদি ডিভাইডার থাকে সেই ক্ষেত্রে বিপরীত দিক থেকে চলমান রাস্তার গাড়ির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

সূত্রঃ সেভেন নিউজ ও ট্রান্সপোর্ট নিউ সাউথ ওয়েলস