কাউসার খান:দিবালোক সংরক্ষণ বা ‘ডে লাইট সেভিং’ পদ্ধতিতে আগামীকাল ৭ অক্টোবর রোববার রাত ২ টা থেকে অস্ট্রেলিয়ায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হবে। অস্ট্রেলিয়ার সময় রাত ২ টায় এক ঘণ্টা এগিয়ে নিয়ে ৩ টা করার মাধ্যমে সময়ের এ পরিবর্তন করা হবে। ফলে বাংলাদেশের সাথে ৪ ঘণ্টার পরিবর্তে অস্ট্রেলিয়ার সময়ের সংগে ব্যবধান হবে ৫ ঘণ্টা। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতোই গ্রীষ্মকাল শুরুর আগেই দিবালোক সংরক্ষণ চালুর প্রচলণ রয়েছে অস্ট্রেলিয়ায়। সে ধারাতেই এ বছর এক ঘণ্টা এগিয়ে যাবে ঘড়ির কাঁটা। অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যসহ দেশটির ক্যাপিট্যাল টেরিটোরি, , ভিক্টোরিয়া, তাসমেনিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে এ পরিবর্তন হয়। আগামী বছরের ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ ডে লাইট সেভিং পদ্ধতি। দিনের আলো সংরক্ষণ করতে দিনের আলোতেই কর্মঘন্টা শেষ করার লক্ষ্যে এ পদ্ধতির ব্যবহার করা হয়।
বেশিরভাগ কম্পিউটার এবং স্মার্ট ফোন স্বয়ংক্রিয়ভাবে এ দিবালোক সংরক্ষণ পদ্ধতি সামঞ্জস্য করে