বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর নতুন কমিটি গঠিত

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর নতুন কমিটি গঠিত

সিডনির শহরতলী কোগ্রা-র সেন্ট জর্জ কমিউনিটি সেন্টারে গত শনিবার, ১২ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি দিলীপ দত্তের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বিপিএ-র ব্যাপক সংখ্যক সদস্য-সদস্যা বিপুল আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

যথারীতি সাধারণ সম্পাদক, দিবাকর সমাদ্দার, এবং কোষাধ্যক্ষ, সুকান্ত দেব-এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর সম্পূরক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কার্যক্রম এবং আগামী বছরের জন্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কর্মকৌশল নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

নৈশভোজের আগে ২০২৫-২৬ বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন তুষার রায়, আশুতোষ কর্মকার এবং রিঙ্কু দাস। সবার সক্রিয় অংশগ্রহণে সুকুমার ভক্ত-কে সভাপতি ও জ্যোতি বিশ্বাস-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচন করা হয়। পূর্ণ কমিটি নিচে দেয়া হল।

সভাপতি – সুকুমার ভক্ত, সহসভাপতি – জন্মেজয় রায় ও অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক – জ্যোতি বিশ্বাস, যুগ্ম সম্পাদক – সুজন দে, কোষাধ্যক্ষ – সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক – রাখী রায় (বাবলী), সাংগঠনিক সম্পাদক – পলাশ ভৌমিক, প্রকাশনা ও প্রচার সম্পাদক – সুভাষ সাহা, আপ্যায়ন সম্পাদক – অমিত দাস।

কার্যকরী পরিষদের নয়জন সদস্য হিসেবে আছেন দিলীপ দত্ত, দিবাকর সমাদ্দার, দেবী সাহা, সমীর রায়, মৌসুমী সাহা, কৃষ্ণ দে আকাশ, অশোক কুমার দাস, বিশ্বজিৎ সাহা ও প্রাণেশ দাস।

পাবলিক অফিসার হিসেবে চন্দন সাহা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।