পূরবী পারমিতা বোস:বিজয় মাসের প্রথম দিনেই না ফেরার দেশে চলে গেলেন বীরপ্রতীক তারামন বিবি।
তারামন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে।
তারামন বিবি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন।১১ নং সেক্টরে মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধারই ভুমিকা ছিল তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করানোতে ।তিনিই তারামন বিবি কে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করেন।তিনি তারামন বিবিকে ক্যাম্পে রান্নাবান্নার কাজের জন্য নিয়ে আসেন। তখন তারামনের বয়স ছিলো মাত্র ১৪ বছর। কিন্তু পরবর্তিতে তারামনের সাহসিকতা দেখে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালনা শেখান।পরবর্তীতে অন্যান্য মুক্তিযোদ্ধা সহকর্মীদের কাছ থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে তাদের সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।