গত ২৫ মে (শনিবার) সিডনির রকডেলস্থ একটি ফাংশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখা তাদের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাপতি মোস্তাক মেরাজ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান শামীমেরে সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিতি ছিলেন সহ সভাপতি ডঃ লাভলী রহমান, আলাউদ্দীন আলোক, আলী আশরাফ হিমেল, আমিনুল ইসলাম রুবেল, এলিজা টুম্পা, মোহাম্মদ হাফিজ, মেহেদী হাসান শাহীন, খালেদ হোসেইন, সাঈফ রানা, মহীউদ্দিন মহী, অপু সারোয়ার, মাহমুদুর রহমান, আরিফুর রহমান, আকাশ দে, শাহনেয়াজ আলো, ইফতেখার হাসনাইন সহ আরো অনেকে।
অস্ট্রেলিয়ায় আওয়ামী ঘরানার দুইটি কমিটি কেন্দ্র অনুমদিত, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখা অন্যতম এবং প্রগতিশীল তারুন্য নির্ভর দল হিসেবে জনপ্রিয় ও সুসংগঠিত। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের দোয়া মাহফিলে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবাবর্গের আত্মার শান্তি কামনা, মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের সহ বাংলাদেশের সব আন্দোলন ও সংগ্রামে নিহত আওয়ামী লীগ নেতা-কর্মীদের আত্মার আগফেরাত কামনা ও জননেত্রী রাস্ট্রনায়ক প্রধানমন্ত্রীর স্বুস্বাস্থ ও দীর্ঘায়ুর জন্য করে দোয়া করা হয়। বক্তারা বলেন, সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মেধা ও মননে পরিশীলিত ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক হারুন উর রশিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দর্শন ও উন্নয়ন ভাবনা প্রবাসের যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেয়ার কাজটি আমাদের করতে হবে। তারা আরো বলেন, ঐক্যবদ্ধ যুবলীগ সবসময়েই প্রগতিশীল ও দেশ ও দলের প্রতি দ্বায়বদ্ধ। সেই দায়িত্ববোধ থেকে যুবলীগকে আরো অনেক কাজ করতে হবে এবং সেই সম্ভাবনা আমাদের আছে। বক্তারা আগামীতে সিডনির ব্যাপক আগ্রহী যুবসমাজকে অস্ট্রেলিয়া যুবলীগে আরো সুযোগদানের আহবান জানান।