বিশ্বকাপ ফুলবল ২০২২ সালের এই রেফারির নাম মাতেও লাহোজকে মনে থাকবে না এমন দর্শক কমই পাওয়া যাবে। স্পেনিশ এই রেফারি আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের ম্যাচের সময় মোট ১৫ টা হলুদ কার্ড প্রদর্শন করেনা। আর্জেন্টিনার অধিনায়ক এবং বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি সহ , দলের কোচ এবং অন্যান্য প্লেয়ারদেড় এতবার হলুদ কার্ড প্রদর্শন দেখে আমরা টিভি সেটের সামনে বসা দর্শকরাও ভাবছিলাম হয়তো আমাদেরকেও হলুদকার্ড দিতে পারে এই বেটা। ফিফার কাছে মেসি তার বিরুদ্ধে অযথা হলুদ কার্ড প্রদর্শনের বিপক্ষে আবেদন করার পরে আজকে ফিফা সিদ্ধান্ত জানিয়ে দেয় , মাতেও লাহোজকে বিশ্বকাপ ফুটবলের বাকি ম্যাচে আর রেফারি থাকতে পারবে না।
সূত্রঃ ডেইলি মেইল
সিডনীতে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ওয়াল্ড ইঞ্জিনিয়ার্স ডে ২০২৩ উদযাপন
প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি)