গত ১৬ মার্চ অস্ট্রেলিয়ার ‘এডিলেড ফ্রিঞ্জ ফ্যাস্টিভাল’ এ মেঠোপথ থিয়েটার অংশ গ্রহন করে। ঐদিন ‘অতঃপর মাধো’ নাটকের ৩২ তম প্রদর্শনী এবং ‘মলুয়ার প্রেমাখ্যান’ ( নতুন নির্মান) নাটকের প্রিমিয়ার শো হয়। অতঃপর মাধো নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা এবং প্রিয়া রানি দাস।
ময়মনসিংহ গীতিকা’র পাঠ অবলম্বনে ‘ মলুয়ার প্রেমাখ্যান’ নাটকটি রচনা করেছেন মু. আনেয়ার হোসেন রনি। নিদের্শনায় শামীমা আক্তার মুক্তা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইমরান হোসেন, শিশির রহমান, শামীমা আক্তার মুক্তা, অনন্যা চৌধুরী অনু, প্রিয়া রাণী দাস, মনোহর চন্দ্র দাস ও আনিকা আফরিন প্রমুখ। সংগীত পরিকল্পনা : শিশির রহমান আলো: মোখলেছুর রহমান, মঞ্চ ও প্রচ্ছদ: মুজিবুল হক, ঢোল: শহীদুল ইসলাম টুকু বাঁশি: খলিলুর রহমান। কোরিওগ্রাফি : কামরুল হাসান ফেরদৌস রুপ সজ্জা : শুভাশিস দত্ত তন্ময় পোশাক : শামীমা আক্তার মুক্তা।