অনলাইন ডেস্কঃ ১ জুলাই ২০১৫
প্যারাগুয়ের পাল্টা আক্রমণের ছক এবার আর আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে কাজে আসেনি। মেসি-দি মারিয়ার চোখ ধাঁধানো ফুটবলে গোলবন্যায় ভেসে গেছে তারা। ৬-১ গোলের বিশাল জয় নিয়ে কোপা আমেরিকার শিরোপার আরও কাছে পৌঁছেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আনহেল দি মারিয়া করেন জোড়া গোল। মার্কোস রোহো, ও হাভিয়ের পাস্তোরে, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন একটি করে গোল করেন। নিজে গোল না পেলেও চারটি গোলে অবদান রাখেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন লুকাস বারিওস।
এ জয়ে কোপার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়া উরুগুয়ের (১৫টি) পাশে বসার পথে আরেক ধাপ এগুলো আর্জেন্টিনা (১৪টি)।
প্রথম সেমি-ফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্বাগতিক চিলির বিপক্ষে সান্তিয়াগোয় বাংলাদেশ সময় রোববার ভোরে শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।
চিলির কনসেপসিয়নে দ্বিতীয় সেমি ফাইনালে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিক থেকে পঞ্চদশ মিনিটে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন মার্কোস রোহো। প্রতিপক্ষের পোস্টের খুব কাছাকাছি থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। দুইবার গোল বঞ্চিত হওয়া পাস্তোরে ২৭তম মিনিটের সুযোগটি কাজে লাগালে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে নেয় মার্তিনোর দল।
মেসির বানিয়ে দেওয়া বল প্যারাগুয়ের পোস্ট ঘেঁষে বাইরে মারার এক মিনিট পরই লক্ষ্যভেদ করেন পাস্তুরে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাঁধার মুখে পড়ার আগেই পিএসজির এই তারকার মাটি কামড়ানো শট ঠিকানা খুঁজে নেয়।
প্যারাগুয়েকে ম্যাচে ফেরান লুকাস বারিওস। ৪৩তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে সের্হিও রোমেরোকে পরাস্ত করেন সান্তা ক্রুসের বদলে নামা এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচেও গোল করেছিলেন এই বারিওস।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে প্যারাগুয়ের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেন দি মারিয়া। ৪৭তম মিনিটে পাস্তুরের বাড়ানো বল নিচু শটে প্যারাগুয়ের জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডর এই আক্রমণাত্মক মিডফিল্ডার। এরপর ৫৩তম মিনিটের গোলটি দি মারিয়া করেন মেসি থেকে পাস্তোরের পা হয়ে আসা বল থেকে।
৮০তম সের্হিও আগুয়েরো আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেন। দি মারিয়ার ক্রসে আগুয়েরোর গতিময় হেড লক্ষ্যে পৌঁছায়। ( সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ১ জলাই ২০১৫)