অনলাইন ডেস্কঃ ৫ জুলাই ২০১৫
আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করেছে চিলি।
পেনাল্টিতে চিলি ৪-১ ব্যবধানে জয় পেয়েছে।
পুরো খেলায় পাল্টাপাল্টি আক্রমণের পরেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে অতিরিক্ত সময় গড়িয়ে খেলা গড়ায় পেনাল্টিতে।
চিলির পক্ষে জয়সূচক গোলটি করেন আর্সেনালের স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ।
পেনাল্টির দ্বিতীয় গোল করতে এসে আর্জেন্টিনার গনজালো হিগুয়েইন বলটি গোলবারের অনেক উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
এরপরেই ইভার বানেজার দেয়া গোলটিও ঠেকিয়ে দেয় চিলি।
এই প্রথমবারের মতো কোন বড় আসরের শিরোপা ঘরে তুলল চিলি। ( সুত্রঃ বিবিসি বাংলা, ৫ জুলাই ২০১৫)