জাকাতের কাপড় পেতে হুড়োহুড়িতে নিহত ২৭

জাকাতের কাপড় পেতে হুড়োহুড়িতে নিহত ২৭

অনলাইন ডেস্কঃ ১০ জুলাই ২০১৫

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের খবর জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, তারা ১৩ জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আরও বেশ কিছু লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ব্যবসায়ী শামীম তালুকদারের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কারখানার মালিক শমীমসহ সাতজনকে পুলিশ আটক করেছে।

ওসি বলেন, সেহরির পর কারখানার গেইট খোলার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ একসঙ্গে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অর্ধশতাধিক নারী ও পুরুষকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে।

সব মিলিয়ে ২৭ জনের মৃত্যুর খবর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে গেলেও সবগুলো লাশ এখনও পুলিশ পায়নি।

স্থানীয়রা জানান, পৌরসভা কার্যালয়ের পাশে নূরানী জর্দা কারখানায় প্রতিবছরই জাকাতের কাপড় দেওয়া হয়। এবারও শুক্রবার সকালে কাপড় দেওয়ার কথা থাকায় পাশের বস্তি এলাকা, এমনকি ব্রহ্মপুত্রের চর থেকেও হাজারখানেক নারী-পুরুষ রাতেই সেখানে ভিড় করে।

সকালে ওই কারখানার সামনে বহু মানুষের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। (সুত্রঃ বিডিলাইভ২৪, ১০ জুলাই ২০১৫)