অনলাইন ডেস্কঃ ২৩ জুলাই ২০১৫
বাংলাদেশের তারকা ক্রিকেটের সাকিব আল হাসান আইসিসিতে একটি নতুন রেকর্ডের মালিক হয়েছেন। টেস্টে বিশ্বের নাম্বার ওয়ান টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝলক দেখিয়ে এই অনন্য কীর্তির মালিক হন তিনি।
সাকিব আল হাসান অলরাউন্ডার হলেও বোলিংয়ে দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করেন। অন্যদিকে ব্যাট হাতেও। এ কারণেই পাকিস্তানের হাফিজদের মত অলরাউন্ডারকে টেক্কা দিয়ে নিজের সেরাটা ধরে রাখতে সক্ষম হন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে সাকিব ৪৭ রান করেন। এই রান করেই কিংবদন্তিদের ছুঁয়ে ফেলেন তিনি। সাকিব সব মিলিয়ে ৮০০০ রানের গন্ডি পার করেন।
তামিমের রান এখন ৮৪২৭। সাকিবের রান ৮০১৩। কিন্তু সাকিব অলরাউন্ডার হওয়ায় তামিমের চেয়ে অনেক উপরে। বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে রানের দিক দিয়ে সাকিবের উপরে অবস্থান করছেন মাত্র আটজন।
আর উইকেট নেয়ার দিক থেকে সাকিবের উপরে রয়েছেন মাত্র দুইজন। তবে তাদেরকে টপকিয়ে সেরা হওয়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে।
শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ১৩৪৩০ রান করেছেন। ৩২৩টি উইকেট নিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের শহিদ আফ্রিদি ৮০৬৪ রান করেছেন। তিনি ৩৯৫ টি উইকেট শিকার করেছেন। সাকিব আল হাসান ৮,০১৩ রান করেছেন। তিনি উইকেট শিকার করেছেন ৩৯২টি।
অরবিন্দ ডি সিলভা, শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান এবং ভারতের যুবরাজ সিং রানের দিক থেকে সাকিবের উপরে থাকলেও উইকেট নেয়ার দিক থেকে নিচে রয়েছেন। তবে একটি বিষয় স্পষ্ট যে উইকেট নেয়ার দিক থেকে সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব। (সুত্রঃ লেটেস্টবিডিনিউজ.কম, ২৩ জুলাই ২০১৫)