অনলাইন ডেস্কঃ ০৬ আগস্ট ২০১৫
ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় বলেই ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে এরপর ছুঁয়েছেন সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার বিশ্বরকর্ড। পরে গড়েছেন টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে সেরা বোলিংয়ের কীর্তিও!
চোটের কারণে জিমি অ্যান্ডারসন নেই। ট্রেন্ট ব্রিজে স্টুয়ার্ট ব্রডের কাঁধে তাই বাড়তি দায়িত্ব দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার। অভিজ্ঞ পেসারের দিকে আশাভরে তাকিয়ে ছিল দল। ব্রডের নিজেরও একটা মাইলফলকের হাতছানি ছিল। সেই হাতছানি আর দলের দায়িত্ব ব্রডকে এতটা বিধ্বংসী করে তুলবে, কে ভাবতে পেরেছিল!
ঘরের মাঠের টেস্ট শুরু করেছিলেন ২৯৯ উইকেট নিয়ে। মাইলফলক ছুঁতে লাগল মাত্র ৩ বল! ক্রিস রজার্সকে প্রথম স্লিপে অ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়ে পূর্ণ করলেন ৩০০। ২৪ টেস্টের ক্যারিয়ারে রজার্সের যেটি প্রথম ‘ডাক’। অ্যাশেজ শেষেই অবসর নেবেন রজার্স, গোটা ক্যারিয়ার শূন্যবিহীন থাকার তার সম্ভাব্য রেকর্ড গেল নস্যাৎ হয়ে।
ইংল্যান্ডের হয়ে ৩০০ টেস্ট উইকেট আছে আর কেবল চারজনের। প্রথম জন ফ্রেডি ট্রুম্যান (৩০৭), টেস্ট ইতিহাসেই যিনি ছিলেন ৩০০ উইকেট নেওয়া প্রথম বোলার। এরপর বব উইলিস (৩২৫), ইয়ান বোথাম (৩৮৩) এবং জিমি অ্যান্ডারসন (৪১৩)।
৩০০ ছোঁয়া কেবলই ছিল ব্রডের শুরু। এরপর যা হতে থাকল, সেসব হয়তো ছাড়িয়ে গেছে স্বয়ং ব্রডের সুদূরতম কল্পনাকেও। প্রথম ওভারেরই শেষ বলে ফেরালেন স্টিভেন স্মিথকে। নিজের পরের ওভারে তুলে নিলেন শন মার্শকে, তৃতীয় ওভারে অ্যাডাম ভোজেস, চতুর্থ ওভারের প্রথম বলে মাইকেল ক্লার্ক। মুহূর্তের ঝড়ে এলোমেলো অস্ট্রেলিয়া, ব্রড নাম লেখালেন ইতিহাসে। বল হাতে নেওয়ার পর ১৯ বলেই পেয়ে গেলেন ৫ উইকেট। ছুঁলেন এমন এক রেকর্ড, যেটির বয়স হতে হয়েছিল ৬৮ বছর। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ব্রিজবেনে ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার আর্নি টোশাক।
ব্রডের ধ্বংসযজ্ঞ থামেনি রেকর্ড ছুঁয়েই। ততক্ষণে তাকে পেয়ে বসেছে বুঝি নতুন রেকর্ড গড়ার তেষ্টা। দুটি ওভার একটু ক্ষান্তি দিয়েছিলেন। সেটি পুষিয়ে নিতেই বুঝি সপ্তম ওভারে নিলেন আরও দুটি উইকেট, মিচেল স্টার্ক ও মিচেল জনসন। আবারও দুই ওভারের বিরতি, দশম ওভারে নাথান লায়নকে ফিরিয়ে তুলে নিলেন অস্ট্রেলিয়ার দশম আর নিজের অষ্টম উইকেট।
ওপাশে যোগ্য সঙ্গত ধরে মার্ক উড ও স্টিভেন ফিন নিয়েছেন একটি করে উইকেট। অস্ট্রেলিয়া অলআউট ৬০ রানে, ব্রডের বোলিং বিশ্লেষণ ৯.৩-৫-১৫-৮! বলার অপেক্ষা রাখে না, ব্রডের ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ৪৪ রানে ৭ উইকেট, নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডসে।
ব্রড ততক্ষণে জন্ম দিয়েছেন নতুন এক বিশ্বরেকর্ডের- ম্যাচের প্রথমদিন লাঞ্চের আগে সেরা বোলিংয়ের কীর্তি। এক্ষেত্রেও ব্রড ছাড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের এক পেসারকে। ১৯৬৭ সালে ভারতের বিপক্ষে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্রাহাম ম্যাকেঞ্জির ৩৪ রানে ৬ উইকেট ছিল আগের রেকর্ড।
ইংল্যান্ডের হয়ে সবশেষ প্রথম দিন লাঞ্চের আগে ৫ উইকেট পেয়েছিলেন সিডনি বার্নস, সেই ১৯১৩ সালে।
নটিংহ্যামের এই ট্রেন্ট ব্রিজ মাঠের অদূরেই ব্রডের বাড়ি। ২০১১ সালে এই মাঠেই করেছিলেন টেস্ট হ্যাটট্রিক। এবার ক্যারিয়ার সেরা বোলিং, অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটিংকে ছত্রখান করার তৃপ্তি। ঘরের মাঠ দুহাত ভরিয়েই দিল স্টুয়ার্ট ব্রডকে!
সবচেয়ে কম বলে ৫ উইকেট:
বোলার | বল | ইনিংসে বোলিং | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) | ১৯ | ৮/১৫ | অস্ট্রেলিয়া | ট্রেন্টব্রিজ | ২০১৫ |
আর্নি টোশাক (অস্ট্রেলিয়া) | ১৯ | ৫/২ | ভারত | মেলবোর্ন | ১৯৪৭ |
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) | ২১ | ৫/১৭ | দক্ষিণ আফ্রিকা | কেপ টাউন | ২০১১ |
হিউ ট্রাম্বল (অস্ট্রেলিয়া) | ২৩ | ৭/২৮ | ইংল্যান্ড | মেলবোর্ন | ১৯০৪ |
ভার্নন ফিল্যান্ডার (দ. আফ্রিকা) | ২৬ | ৫/৭ | নিউ জিল্যান্ড | কেপ টাউন | ২০১৩ |
(সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)