নীলাদ্রি ব্লগ লিখতেন ‘নিলয় নীল’ নামে
অনলাইন ডেস্ক: ১২ আগস্ট ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় কয়েকদিন আগে একটি বিদেশী সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে কেউ ধর্মবিরোধী মনে করুক,এটা তারা চাননা।
রাজনৈতিক বিশ্লেষক এম এম আকাশ মনে করেন, “আওয়ামী লীগ দুই কুল রক্ষার চেষ্টা করছে। একদিকে দলটির ধর্ম নিরেপেক্ষ রাজনীতি। অন্যদিকে ভোটের রাজনীতি থেকে তারা সতর্কভাবে হাটতে চাইছে। সেকারণে তারা ধর্মকে কটাক্ষ করার অভিযোগ মেনে নিয়ে ব্লগারদের সতর্ক করছে।”
ব্লগারদের যারা ইসলামকে কটাক্ষ করে লিখবে, তাদের ব্যাপারে মৃত্যুদন্ডের বিধান চেয়ে আওয়ামী ওলামা লীগ নামের একটি সংগঠনের কর্মসূচি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সংগঠনটি নিজেদের আওয়ামী লীগ সমর্থিত বলে দাবি করেছে। তবে আওয়ামী লীগ নেতারা এই সংগঠনের ব্যাপারে দলের অনুমোদন না থাকার কথা বলছেন।
বিশ্লেষকরা এটাও মনে করেন, ধর্ম নিয়ে কটাক্ষ করায় আব্দুল লতিফ সিদ্দিকী মন্ত্রীত্ব হারিয়েছেন এবং দল থেকে বহিস্কার হয়েছেন।তবে আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং মন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ দ্বৈত রাজনীতি করেনা।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটাই আমাদের বক্তব্য , আমরা ধর্ম নিয়ে কাউকে রাজনীতি করতে দিতে চাইনা।এবং ধর্মের বিরুদ্ধে আমরা কিছু বলিনা।আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতির অবস্থান থেকেই এগুচ্ছি।”
বিশ্লেষকদের অনেকে উল্লেখ করেছেন, হত্যাকান্ড ঘটানোর ক্ষেত্রে ধর্মকে ঘিরে যে ফাঁদ পাতা হচ্ছে. তাতে আওয়ামী লীগ পা দিচ্ছে।কিন্তু আওয়ামী লীগ নেতারা এই বক্তব্য মানতে রাজি নন। (সুত্রঃ বিবিসি বাংলা)