বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী স্মরণে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া্, গত ১৬ আগস্ট, রবিবার , সিডনির গ্লেনফিল্ড কমুনিটি হলে ডঃ খায়রুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করে। শোক সভায় শুরুতে বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। । অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ রফিক উদ্দিন। প্রধান অতিথি, ফেডারেল এম পি লরি ফারগাসন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন তাঁর জন্ম না হলে বাঙ্গালীর স্বাধীনতা তথা বাংলাদেশ স্বাধীন হওয়া সম্ভব ছিল না। ।
সন্মানিত অতিথির ড. মোয়াজ্জেম হোসেন, এসোসিয়েট প্রফেসার, গ্রিফিত বিশ্ববিদ্যালয় তার ভাষনে বঙ্গবন্ধুর জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনা তোলে ধরেন।
এছাড়াও অন্যান্য বক্তাগন বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় মাস। এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এ মাসে ৭২এর সংবিধানকে বিকৃত ও নিজেদের মতামতের ভিত্তিতে সংবিধান রচনা করার অপচেষ্টা চালায়। যারা বঙ্গবন্ধুর পরিবারের লোকদের এভাবে নির্মমভাবে হত্যা করে তারা শুধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেনি তারা পুরো বাংলা, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনার একটি দর্শনকে হত্যা করেছে।
ছোট বন্ধুদের মধ্যে বঙ্গবন্ধু নিয়ে বক্তব্য দিয়েছেন জয়া তালুকদার, ঈশান তারিক, সামস হোসেন জামি।
আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগের প্রাক্তন সেক্রেটারী রুবেল হোসেন, নাজমুল খান, শাহ আলম সৈয়দ, আওয়ামী লীগের সভাপতি সেরাজুল হক, বংগবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি ড. কাইয়ুম পারভেজ, ড. রতন কুন্ডু, মুক্তিযোদ্ধা বেলাল হোসেন। বংগবন্ধু কাউন্সিলের শেখ শামীমুল হক,বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি ও শোকদিবস পালন কমিটির আহবায়ক ড. নিজাম উদ্দিন।
আলোচনা সভার শেষ পর্বে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে সংগীত পরিবেশন করেন রুনু রফিক,ফারিয়া আহম্মেদ ও লামিয়া সুমন। এছাড়াও কবিতা আবৃতি করেন পাপড়ি বড়ুয়া।