অনলাইন ডেস্ক: ২৭ আগষ্ট, ২০১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লাইভ অনুষ্ঠান চলাকালে দুই সাংবাদিকতে হত্যার পর ঘাতক নিজেই আত্মহত্যা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভেস্টার লি ফ্লানগান ‘ডব্লিউডিবিজি৭’ নামক টেলিভিশন চ্যানেলের নিহত দুই সাংবাদিকের সহকর্মী ছিলেন। ভার্জিনিয়ার বেডফোর্ড কাউন্টিতে এক জনের সাক্ষাতকার নিচ্ছিলেন টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)। এসময় তাদেরকে লক্ষ্য করে পাশ থেকেই গুলি চালান ফ্লানগান। এ সময় অ্যাডাম মাটিতে লুটিয়ে পড়লেও ক্যামেরা চালু ছিলো। ফলে টেলিভিশনে গুলি চালানোর শব্দও শোনা যায়।
ঘটনার পরপর ভার্জিনিয়ার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করলে প্রায় ৭ ঘণ্টা পর ভেস্টার লি ফ্লানগান একটি ভিডিও প্রকাশ করে। যেখানে পয়েন্ট জিরো রেঞ্জ থেকে নিজের মাথায় গুলি করেন তিনি।
ভার্জিনিয়ার স্টেট পুলিশ বিবিসিকে জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ যাকে খুঁজছিলো তার গাড়িটি ভার্জিনিয়ার ৬৬ নম্বর রোডে পাওয়া যায়। গাড়িটি সম্পূর্ন বিদ্ধস্ত ছিলো। পুলিশ আরো জানায়, “ঘটনাস্থলে পুলিশ পৌছালে গাড়িটির মধ্যে একজন পুরুষকে পায়। তার ক্ষত দেখে মনে হচ্ছিলো সে নিজেই গুলি চালিয়েছে। তবে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না।”
এদিকে এই হত্যাকাণ্ডের কারণ কী হতে পারে তা নিয়ে কোন মন্তব্য করেনি ‘ডব্লিউডিবিজি৭’ চ্যানেল। তাদের প্রচারিত সংবাদে জানানো হয়, লাইভ অনুষ্ঠান চলাকালে ‘ডব্লিউডিবিজি৭’র দুইজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কারো নামও প্রকাশ করেনি চ্যানেলটি। (সুত্রঃ ইত্তেফাক )