মোহাম্মেদ আবদুল মতিন: আজ পহেলা ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাস প্রতিটি বাঙ্গালির হৃদয়ে ক্ষোদিত একটি মাস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের আত্মত্যাগ ও রক্তের বিনিময় আমরা পেয়েছি আমাদের প্রাণের প্রিয় মাতৃভাষা বাংলা। আর এই বাংলা ভাষাই এখন হচ্ছে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সেই হিসেবে সারা বিশ্বের ১৮৫ দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। একুশ সমগ্র বাঙ্গালি জাতির অহংকার। তাই ফেব্রুয়ারি মাস আসলেই আমরা সমগ্র বাঙ্গালি জাতি সেই বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি।
আন্তর্জাতিক মাতৃভাষা ও পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণের বার্তা নিয়ে ২০০৬ সালের ১৯শে ফেব্রুয়ারি সিডনির এসফিল্ড হেরিটেজ পার্কে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’।
ক) সকল মাতৃভাষার প্রতিকী সংরক্ষণ, খ) মহান একুশের চেতনা বিধৃত, গ) বহুজাতিক সমাজ ও সংস্কৃতি পরিস্ফুটন’ ও ঘ) বিশ্বায়নের বৈশ্বিক বার্তা নিয়ে এবং বাংলা ভাষাকে সর্বোত্তম স্থান দিয়ে তিন মিটার উচ্চতা সমপন্ন এই পৃথিবীর প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’ নির্মিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের সর্বোচ্চে রয়েছে পৃথিবীর মানচিত্র ( ভূ-গ্লোক)। এরপর প্রথমেই ক্ষোদিত রয়েছে বাংলা ভাষা। আমাদের ‘শহীদ মিনার’ কে বক্ষে ধারণ করা এই স্মৃতিসৌধে মহান ভাষা শহীদদের স্বর্ণখচিত নামসহ প্রতিটি অংশ, পরিমাপ ও ব্যবহৃত উপাদান বিশেষভাবে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।
সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক্ আগামি ১৪ই ফেব্রুয়ারি’ ২০১৬ বিকাল ৩.৪৫ টায় , গ্রেগ পারছিভাল হল (ইঙ্গেলবার্ন লাইব্রেরি সংলগ্ন), অক্সফোর্ড রোড ও কাম্বারলেন্ড রোড এর কর্নার, ইঙ্গেলবার্ন-২৫৬৫ এ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।
১৯শে ফেব্রুয়ারি’ ২০১৬ পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের ১০ বছর পূর্তি। এ উপলক্ষে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, একুশে একাডেমি অস্ট্রেলিয়া ও সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক্ ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক নির্মল পাল, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ডা: আবদুল ওয়াহাব ও সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক্ দল-মত নির্বিশেষে সকলকে আয়োজিত অনুষ্ঠান অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।