অনলাইন ডেস্ক: বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে আগামী মাসের ৮ তারিখে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি স্বীকৃত একটি কেন্দ্রে।
সেই পরীক্ষার অপেক্ষায় আছেন তাসকিন আহমেদ।
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তাসকিন বলেছেন তাঁর নামের সামনে থেকে ‘নিষিদ্ধ কথাটি’ তুলতে চান তিনি।
পরীক্ষার দিনক্ষণ ঠিক হওয়ার পর কিছুটা ‘নার্ভাস’ লাগলেও পরীক্ষা ভালো হবার আশা প্রকাশ করেছেন বাংলাদেশি এই ফাস্ট বোলার।
বোলিং অ্যাকশনের পরীক্ষায় তাসকিনের সঙ্গী হতে পারেন নিষেধাজ্ঞার আওতায় পড়া বাঁ-হাতি স্পিন বোলার আরাফাত সানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ক্রিকইনফো।
তাসকিন আহমেদ জানিয়েছেন পরীক্ষার স্থান-তারিখ ঠিক হয়েছে এতে তিনি কিছুটা স্বস্তি পাচ্ছেন।
“খাবার সময়, ঘুমানোর সময় শুধু এই বোলিং পরীক্ষা নিয়েই চিন্তা করছি আমি। স্কুলের ফাইনাল পরীক্ষার আগে যেমন অনুভূতি ছিল তেমন অনুভূতিই হচ্ছে আমার। পরীক্ষার আগে যেমন একটু মানসিক চাপ কাজ করে তেমনটা। তবে আমি শারীরিক ও মানসিক উভয় প্রস্তুতিই ভালোভাবে নিচ্ছি”-ক্রিকইনফোকে বলেছেন তাসকিন আহমেদ।
বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর সাধারণত ১৪ থেকে ২১ দিনের মধ্যে ফল জানা যায়।
আর ফলাফলের ওপরই নির্ভর করবে বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ফিরতে পারবেন কিনা।
তাসকিন জানিয়েছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে দ্রুত যেন জাতীয় দলে ফিরে সামনে সিরিজে খেলতে পারেন, সে জন্যই তিনি কষ্ট করে যাচ্ছেন। (সূত্র:বিবিসি )