প্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষ্যে সিডনিতে রূপালী ব্যাংকের মত বিনিময় সভা

প্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষ্যে সিডনিতে রূপালী ব্যাংকের মত বিনিময় সভা

প্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষ্যে সিডনিতে রূপালী ব্যাংকের মত বিনিময় সভাপ্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষ্যে সিডনিতে রূপালী ব্যাংকের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ রূপালী ব্যাংক গত ১১ই অক্টোবর সিডনির রকডেলে কস্তূরী ফাংশন সেন্টারে প্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ এসসিয়েশান অফ নিউ সাউথ ওয়েলস এর বর্তমান প্রেসিডেন্ট এ কে এম ফজলুল হক শফিক-এর সভাপতিত্বে ও বিদেশ বাংলা টেলিভিশন এর চেয়ারম্যান রহমত উল্লাহ –এর পরিচালনায় এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক চেয়ারম্যান মনজুর হোসেন, ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস চক্রবর্তী ও মতিউর রহমান উপ-সচিব, অর্থ মন্ত্রণালয়।

সভায় বক্তারা বর্তমানে রূপালী ব্যাংক-এর নানা গ্রাহক সেবা সম্পর্কে সিডনি প্রবাসী বাংলাদেশিদের অবহিত করেন। প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রাত্বয় ব্যাংক থেকে কি ধরণের সুযোগ সুবিধা পেতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানান। প্রবাসী রেমিটেন্স প্রবৃদ্ধির লক্ষে হুন্ডি’র মাধ্যমে টাকা পাঠানোর বন্ধ করার প্রেক্ষিতে প্রবাসীদের সহযোগিতা আশা করেন। প্রশ্নত্তোর পর্বে রূপালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত কমিউনিটি ব্যাক্তিত্বদের নানা প্রশ্নের জবাব দেন। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার প্রেক্ষিতে কি ধরণের সুবিধা পাওয়া যেতে পারে এ প্রশ্নের উত্তরে তারা জানান প্রয়োজনে সুদের হার কম ও লাভের পরিমাণ বৃদ্ধি করে বিশেষ ঋণের বাবস্থা করা যেতে পারে। এছাড়াও কেউ যদি প্রবাসে থেকে দেশে ফ্ল্যাট কিনে বিনিয়োগের জন্য ঋণ নেবার প্রয়োজন বোধ করেন তাদের সর্বচ্চো এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়ার বাবস্থা রয়েছে।

সভায় বক্তারা আরও জানান, প্রবাসীদের সেবা দেয়ার লক্ষে রূপালী ব্যাংকের প্রতিটি শাখায় একটি আলাদা সার্ভিস ডেস্কের সুবিধা ছাড়াও রয়েছে অন-লাইন ব্যাংকিং এর বিশেষ বাবস্থা। সিডনি থেকে রূপালী ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করবে স্মার্ট মানি ট্র্যান্সফার। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট বাক্তিবর্গ, টিভি ও অনলাইন পোর্টালের কর্মকর্তা, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, বাবসায়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নানা পেশার বাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে স্মার্ট মানি ট্র্যান্সফার এর পক্ষ থেকে তাদের তিন গ্রহকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে নৈশ ভোজ ও স্থানীয় শিল্পী আতিক হেলাল ও আরফিনা মিতার গান পরিবেশনার মধ্য দিয়ে এই মত বিনিময় অনুষ্ঠান সমাপ্ত হয়।