১৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’

১৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়।

১৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকা দিয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে এ আঘাত হানে।

৩০ মে মঙ্গলবার সকালে পৌনে ৬টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানায় কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কয়েকশ মাছ ধরার ট্রলার ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ভাঙ্গা বেড়ি বাঁধ দিয়ে পানি ঢুকছে বলেও জানা গেছে।

কক্সবাজার সমুদ্র উপকূল এখন উত্তাল রয়েছে। এছাড়াও সেন্টমার্টিন ও কুয়াকাটায় ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন হালকা ‍বৃষ্টি ও শীতল হাওয়া বইছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছেন, ভোর ৪টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে।  ১৯৯১ ও ১৯৯৪ সালে আঘাত হানা ঝড়ের চেয়ে এবারের ঝড়ে বাতাসের গতিবেগ কিছুটা বেশি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর চারটার পর থেকে ছয়টা নাগাদ সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। (প্রিয়.কম)