অস্ট্রেলিয়ার একটি সৈকতে বর্ষবরণের অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর সময় একটি বার্জে বিস্ফোরণ ঘটে দুইজন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউ সাউথ ওয়েলসের টেরিগাল বিচে ঘটনাটি ঘটে ।
বিবিসি জানিয়েছে, একটি বার্জ থেকে আতশবাজি পোড়ানো হচ্ছিল, কয়েক মিনিট ধরে আতশবাজি পোড়ানোর পর বার্জটিতে একটি বিস্ফোরণ ঘটে, এরপর এলোমেলোভাবে আতশবাজি ফাটতে শুরু করে।
কিছু আতশবাজি ফেটে ওই সৈকতের দিকেও চলে আসে। এতে সৈকতে অবস্থানরত কয়েক হাজার লোককে সরিয়ে নিয়ে এলাকাটি সিল করে দেয় পুলিশ।
বার্জে আতশবাজি পোড়ানোর কাজে নিয়োজিত দুই কর্মী পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেন। তীরে পৌঁছানোর পর চিকিৎসা কর্মীরা আহত ওই কর্মীদের জখমগুলোর চিকিৎসা করেন।
বার্জটি থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, এক সঙ্গে অনেক আতশবাজি ফুটতে শুরু করে। ফোন করে জরুরি বিভাগগুলোকে ঘটনাস্থলে আসতে বলা হয়।
পুলিশ জানিয়েছে, সতর্কতা হিসেবে সৈকতে থাকা প্রায় পাঁচ-ছয় হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক ‘ইট’স টাইম ফর টেরিগাল’ ফেইসবুকে জানিয়েছে, তাদের বিশ্বাস একটি ক্যানিস্টার বিস্ফোরণের পর আরো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
১২ মিনিটের ওই আতশবাজি প্রদর্শনীটি ‘সাড়ে চার মিনিট পরই’ বন্ধ করে দেওয়া হয় বলে তারা জানিয়েছে।
স্থানীয় ওয়ার্ক সেইফটি অথরিটি ঘটনাটি তদন্ত করে দেখছে। (সূত্রঃ
)