১৯৮২ সালের পর থেকে গত ৩৬ বছর ধরে একই সাথে সুপারমুন,লুনার এক্লিপ ও ব্লু মুন দেখা যায়নি। তাই
নক্ষত্রবিজ্ঞানীরা অস্ট্রেলিয়াতে এই দিনটি একটি বিশেষ ক্ষণ হিসেবে মনে করছেন। আবহাওয়াবিদরা মনে করছেন আগামীকাল সিডনি, এডিলেড, মেলবোর্ন ও ডারউইনে আকাশ মেঘলা থাকতে পারে কিন্তু ব্রিজবেন , হোবার্ট এবং পার্থে আকাশ পরিষ্কার থাকবে।এই বিশেষ ক্ষণটির ছবি এবং ভিডিও তুলতে পেশাদার /অপেশাদার অনেকেই ঐ তিন শহরে ছুটছে।