গতকাল ১০ই মার্চ ২০১৮, শনিবার সন্ধ্যায় সিডনীর সবচেয়ে পুরাতন সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান “সেই থেকে শুরু দিনবদলের পালা” অনুষ্ঠিত হল। যে সব বাঙ্গালী বাংলা ভাষা ও মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছেন এই অনুষ্ঠানটি। কথা ও গান দিয়ে আমরা স্মরণ করব বাঙালির এই সব যুদ্ধের নানা ঘটনাকে। একুশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গানের সুর, তাল,কবিতার ছন্দ ও কথায় অনুষ্ঠানটি ছিল নিখুঁত এবং উপভোগ্য। প্রয়াত শিল্পী আব্দুল লতিফের ছেলে সিরাজুস সালেকিন সালেকিনের নিরলস প্রচেষ্টা, নেতৃত্ব ও প্রশিক্ষণের প্রতিফলন ফুটে উঠেছিল প্রতিটি শিল্পীর কণ্ঠে।
এবছর সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কলামিস্ট শ্রী রণেশ মৈত্রকে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় এবং তাঁর জীবন বৃত্তান্ত সম্পর্কিত তথ্যাদি এবং স্মৃতিচারণা করা হয়।