গত ১ মে বুধবারব্রিসবেনের ওলোঙ্গাবায় লেডি ক্লাইনটো চিলড্রেন হসপিটালের সামনে ৫০ জন সাইক্লিস্ট সকাল ৮:২৫মিঃ থেকে ৮:৩০মিঃ একটি ব্যস্ত রাস্তায় ১০ মিঃ ধরে ‘মরে গেলাম’ ভাবে শুয়ে থেকে প্রতিবাদ প্রকাশ করলো। কারণ হিসেবে জানা যায় গত দুই সপ্তাহ আগে শেলী চ্যাঙ (২০) নামে একজন সাইক্লিস্টকে রাস্তার একটি গাড়ি আঘাত করে এবং সে কোনরকমে বেঁচে যায়।