রাজা বশীর এর সঙ্গীত সন্ধ্যা

রাজা বশীর এর সঙ্গীত সন্ধ্যা

২৫ জুলাই ২০১৫   সন্ধ্যায়  সিডনির, ভয়জার পয়েন্ট এক পারিবারিক পরিবেশে  গান পরিবেশন করেন রাজা বশীর। সঙ্গীতশিল্পী  রাজা বশীর, প্রয়াত বাংলাদেশের অতি জনপ্রিয় শিল্পী , গীতিকার ও  সুরকার জনাব বশীর আহমেদ এর একমাত্র পুত্র। বশীর আহমেদ এর পরিবারের সবাই সঙ্গিতের সাথে  সম্পৃক্ত। রাজা বশীর এর মাতা মিনা বশীর ও একজন নামকরা শিল্পী ছিলেন। এছাড়াও তার বোন হুমাইরা বশীরও একজন সঙ্গীত শিল্পী।

রাজা বশীরের বাবার  হাতেই উচ্চাঙ্গ সঙ্গীত ও আধুনিক গানে  হাতেখড়ি এবং মাতা মিনা বশীর ও তাকে গান শিখাতেন। শিক্ষাজীবনে MBA ডিগ্রী এবং CA সমাপ্ত করে চাকুরে জীবন ইস্তফা দিয়ে গানের ভুবনকে বেছে নেন। বর্তমানে র  তিনি বিটিভির একজন উচ্চমানের সঙ্গীত শিল্পী।

জনাব বশীর, বাবার গাওয়া বাংলা সিনেমার নামকরা গান গুলি গেয়ে  প্রতিটি  শ্রুতাকে মুগ্ধ করে রাখেন। উল্লেখ করার মত কিছু গান এর কথা না বললেই নয়। ‘অনেক স্বাদের ময়না আমার’, ‘জা রে যাবি যদি যা’…..

এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সিডনির  কওেকজন নামকরা সঙ্গীত শিল্পী । এদের মধ্যে উল্লেখ করার মত এহসান রেজা (পলক ) আধুনিক গান, দীপঙ্কর রাজবংশি পল্লিগীতি ,   নাসরিন নিজাম  আধুনিক গান ও সুদিপ্তা দাস এর রবীন্দ্র সঙ্গীত। তবলাবাদক হিশেবে ছিলেন জনাব রাশেদুল কবির। সঙ্গীত সন্ধাটি ছিল খুবই আনন্দময়। সঙ্গীতের শেষে অত্যন্ত মুখরোচক ভিন্ন স্বাদের খাবার পরিবেশন করা হয়।