সিডনির পারাম্যাটা এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনে গুলিবর্ষণে দুজন নিহত

সিডনির পারাম্যাটা এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনে গুলিবর্ষণে দুজন নিহত

অনলাইন ডেস্কঃ ৩ অক্টোবর ২০১৫

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের পুলিশ সদর দপ্তরের সামনে গুলিবর্ষণে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের এক কর্মকর্তাও আছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সিডনি শহরের দক্ষিণ অংশে পারাম্যাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানা না গেলেও দুজন বন্দুকধারী গুলিবর্ষণ করে বলে ধারণা করা হয়।
অস্ট্রেলিয়ার চ্যানেল ৭-এর খবরে বলা হয়, পারাম্যাটা এলাকার হ্যাসাল স্ট্রিটে দুটি মরদেহ ঢেকে রেখেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তবে বন্দুকধারীদের ভাগ্যে কী ঘটেছে তাও জানা যায়নি।
শহরের জরুরি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৩৫ মিনিটে তাদের ফোন করা হয়। ফোনে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি চলছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি স্থানীয় টুজিবি রেডিওকে বলেন, পুলিশ সদর দপ্তরের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছেন তিনি। তাঁর শরীর থেকে রক্ত রাস্তায় পড়ছিল। টুজিবি রেডিও জানায়, রাস্তায় অন্তত দুটি মৃতদেহ পড়েছিল।
এনএসডব্লিউ পুলিশের প্রধান কার্যালয়ের ঠিক উল্টোদিকের একটি ফ্ল্যাটের বাসিন্দা রেজওয়ান শেখ ডেইলি টেলিগ্রাফকে বলেন, বিকেলের দিকে কাজ শেষে তিনি গোসলে ঢুকেছিলেন। এমন সময় তিনি গুলির শব্দ শুনতে পান। ছয় থেকে সাতটি গুলির শব্দ তিনি শুনতে পেয়েছেন বলে জানান।
এনএসডব্লিউ পুলিশ বিভাগের এক মুখমাত্র আজ বিকেলে জানান, বর্তমানে তাঁদের অভিযান অব্যাহত আছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের নিকটবর্তী সব হোটেল ও সরাইখানার মানুষকে ভবনের মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জনসাধারণকে পারাম্যাটার চার্লস ও হ্যাসাল স্ট্রিট এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে পুলিশ। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। ( সুত্রঃ এন টিভি)