সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে সন্দেহজনক রাসায়নিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ৫ এপ্রিল বুধবার জানিয়েছে, ‘এই ঘটনায় নিহতদের মধ্যে ১৭ নারীও রয়েছে এবং অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বেড়ে যাবার আশঙ্কা রয়েছে।’
সংস্থাটি জানিয়েছে, দেশটির খান শেখোওয়ান অঞ্চলে সিরিয়ান বাহিনী বা রাশিয়ান জেট থেকে এই হামলা চালানো হয়, আর এতে অনেক মানুষ শ্বাসরোধে আক্রান্ত হয় বলে অভিযোগ করা হয়েছে। বিবিসিতে প্রচারিত ফুটজে শিশুদের শ্বাসরোধে আক্রান্ত হওয়ার ফুটেজ দেখানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, হামলার কারণে অনেকের শ্বাসরুদ্ধ হয়, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন, কারও কারও আবার মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। এটি রাসায়নিক গ্যাস হামলা ছিল বলে আলামত মিলেছে।
তবে সিরিয়ান সরকার বরাবরের মতোই রাসায়নিক হামলার সত্যতা নাকচ করে আসছে। (বাসস)